Cholo Pakhi Hoi (চলো পাখি হই) - Shaan Movie Song
প্রথমবারের মত ঢাকায় সিনেমার গানে কণ্ঠ দিয়েছে এ প্রজন্মের বলিউডের সবচেয়ে চাহিদা সম্পন্ন দুই কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুছল। "শান" ছবির এই গানটির শিরোনাম "চল পাখি হই"। শান সিনেমাটি পরিচালনা করেছে এম রাহিম এবং এতে অভিনয় করেছে সিয়াম ও পুজা। প্রসেন এর কথায় চল পাখি হই গানটির সুর সঙ্গীত করেছে আহম্মেদ হুমায়ূন। এই গানের দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার জায়েস প্রধান। শান সিনেমাটি দেখা যাবে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।
চলো পাখি হই ( শান সিনেমার গান )
আরমান মালিক ও পলক মুছল
দেখলে তোমাকে মনে হয়,
তুমি ছাড়া আর কেউ নয়
তোমারি আদর দিয়ে মোড়া,
আমার এই নাছোড় হৃদয়
বলোনা এমন কেন আমি
কেন রোজ পাই পাগলামি
কেনো হয় এমন আমার
চোখ বুঝলেই শুধু তুমি
চলো পাখি হয়ে আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু-ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়।
তুমি যদি পলকে হারাও
যদি আর খবর না দাও
ধরে নিও আছি এখানেই
এতদিন কাল যেখানেই।
তবে কেনো মিছি মিছি চিন্তা আসে?
চলো পাখি হয়ে আকাশে
গাছের ডালে পাশে পাশে
চলো পাখি হই দু-ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়।
দাও আজ আস্কারা দাও
বদলেতে যা চাইবে চাও
না না কোনো চাওয়া পাওয়া নেই
শুধু তুমি থাকো পাশেই
রোদে রোদে মেঘে মেঘে ঘাসে ঘাসে
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
আ..চলো পাখি হই দু-ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়।
চলো পাখি হই আকাশে
গাছের ডালে পাশে পাশে
আ..চলো পাখি হই দু-ডানায়
যতদূর উড়ে যাওয়া যায়।
Cholo Pakhi Hoi Song Lyrics From The Movie Shaan
Credit:
Song : Cholo Pakhi Hoi
Movie : Shaan
Singer : Arman Malik, Palak Muchhal
Lyrics : Prosen
Music Director : Ahmmed Humayun
Directed by : M Raahim
Dop: Saiful Shaheen
Story : Azad Khan
Editor : Md Kalam
Production : Filman Entertainment
Producer : M Atiqur Rahman. Wahidur Rahman
Distribution : Jaaz Multimedia