এখনও মাঝে মাঝে লিরিক্স – আসিফ আকবর

 এখনও মাঝে মাঝে গানটি গেয়েছেন আসিফ আকবর এবং কভার ভার্সন গানটি গেয়েছেন নোবেল ম্যান। গানটির সুর ও সঙ্গীত করেছেন ইথুন বাবু । এখনও মাঝে মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে গানটির কথা লিখেছেন ইথুন বাবু।

Ekhono Majhe Majhe Song Is Sung by Asif Akbar And Cover Version Song Is Sung by Noble Man. Music Composed by And Ekhono Majhe Majhe Majh Raate Ghumer Ghore Lyrics In Bengali Written by Ethun Babu.


এখনও মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে গানের লিরিক্সঃ


এখনো মাঝে মাঝে
মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে

এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে
এই রাত, সেই রাত
কেটে গেছে কত রাত
কষ্টের হাওয়া বুকে নিয়ে
আর পড়ে আছে কত না স্মৃতি
বন্দী মনের কারাগারে

তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছে অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে

এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে
এই প্রাণ, এই মন কেঁদে বলে সারাক্ষণ
ভুলে গিয়ে আছো তুমি সুখে
আমি কাটাই প্রহর আর ভালোবাসা
একা বেদনারই চরে

তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে

এখনো মাঝে মাঝে
মাঝ রাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে
তুমি চলে গেছ অনেক দূরে
এই মনের আঙ্গিনা ছেড়ে


Ekhono Majhe Majhe Song Lyrics:


Song Credit:
Song: Ekhono Majhe Majhe
 Album : O Priya  Tumi Kothay
Singer : Asif Akbar
Cover by : Noble Man
Lyrics, Tune & Music : Ethun Babu
Label : Soundtek

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url