গা ছুঁয়ে বলো - সুরঙ্গ সিনেমার গান

 "গা ছুঁয়ে বলো" সুরঙ্গ সিনেমার একটি গান। গা ছুঁয়ে বলো গানটি গেয়েছেন তানজীব সারওয়ার এবং অবন্তী সিথী। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। গানের লিরিক্স লিখেছেন তানজীব সারওয়ার।

Gaa Chuye Bolo song is from the movie Surongo. Gaa Chuye Bolo song has been sung by Tanjib Sarowar and Abanti Sithi. Music composed by Sajid Sarker. Lyrics written by Tanjib Sarowar. Gaa Chuye Bolo Song Lyrics. Gaa Chuye Bolo Song Lyrics from Surongo.


গা ছুঁয়ে বলো গানের লিরিক্সঃ


গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে।

এই মনের ঘরে এসো

এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে।

একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।

পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি।

পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি?

আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে।

এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।

Gaa Chuye Bolo Lyrics in Bengali:

Song Credit:
Singer: Tanjib Sarowar & Abanti Sithi 
Lyrics: Tanjib Sarowar
Tune: Tanjib Sarowar 
Movie:  Surongo
Music Label: Chorki

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url