যখন পড়বে না মোর পায়ের চিহ্ন - রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
পর্যায় – বৈচিত্র-১৩
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল: ২৫ চৈত্র, ১৩২২ (৭ এপ্রিল, ১৯১৬)
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানের লিরিক্সঃ
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
চুকিয়ে দেবো বেচা কেনা
মিটিয়ে দেবো গো,
মিটিয়ে দেবো লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে,
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
জমবে ধুলা তানপুরাটার তারগুলায়।
ফুলের বাগান,
ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়,
তখন আমায় নাই বা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে,
নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।
তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে,
কাটবে, দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
এমনি করে বাজবে বাঁশি এই নাটে।
ঘাটে ঘাটে খেয়ার তরী
এমনি, এমনি সে দিন উঠবে ভরি –
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাই বা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে,
নাইবা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি,
সকল খেলায়,
সকল খেলায় করবে খেলা এই আমি – আহা,
কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
নতুন নামে ডাকবে মোরে বাঁধবে,
বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসবো যাবো চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে
তারার পানে চেয়ে চেয়ে,
নাই বা আমায় ডাকলে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।।
Jokhon Porbe Na Mor Song Lyrics:
Song Credit:
Song : Jokhon Porbe Na Mor
Lyricist : Rabindranath Tagore
Notationist : Dinendranath Tagore
Parjaay : Bichitro-13
Taal : Dadra
Anga : Baul