বেদনা মধুর হয়ে যায় গানের লিরিক্স
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
শিল্পী : জাগজিৎ সিং
অ্যালবাম : তৃষ্ণা
গীতিকার : জগজিৎ সিং
সুরকার : পুলক বন্দ্যোপাধ্যায়
বেদনা মধুর হয়ে যায় গানের লিরিক্সঃ
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার,
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার।
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
Bedona Modhur Hoye Jay Song Lyrics
Song Credit:
Song : Bedona Modhur Hoye Jay
Original Singer : Jagjit singh
Lyricist : Pulak Bandyopadhyay