ভালো আছি ভালো থেকো গানের লিরিক্স

 আমার ভিতর বাহিরে বিখ্যাত রোমান্টিক কবিতার অংশ ভালো আছি ভালো থেকো গানের লিরিক্স লিখেছেন রুদ্র মাহমুদ শহিদুল্লাহ।  এই কবিতাটি ১৯৯১ সালে রুদ্র শহিদুল্লাহর মৃত্যুর আগে রচিত। গানটি ১৯৯২ সালে গেয়েছিলেন কবির সুমন এবং সাবিনা ইয়াসমিন। পরে ১৯৯৬ সালে "তোমাকে চাই" বাংলা চলচ্চিত্রে কবিতাটিতে সুরারোপ করে গান তৈরি করা হয় এবং গানের নাম দেওয়া হয় ভালো আছি ভালো থেকো। গানের সুর তৈরী করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তোমাকে চাই  চলচ্চিত্রে সালমান শাহ এবং শাবনূর অভিনয় করেছিলেন।

আমার ভিতর বাহিরে বিখ্যাত রোমান্টিক কবিতার অংশ ভালো আছি ভালো থেকো গানের লিরিক্স লিখেছেন রুদ্র মাহমুদ শহিদুল্লাহ।  এই কবিতাটি ১৯৯১ সালে রুদ্র শহিদুল্লাহর মৃত্যুর আগে রচিত। গানটি ১৯৯২ সালে গেয়েছিলেন কবির সুমন এবং সাবিনা ইয়াসমিন। পরে ১৯৯৬ সালে "তোমাকে চাই" বাংলা চলচ্চিত্রে কবিতাটিতে সুরারোপ করে গান তৈরি করা হয় এবং গানের নাম দেওয়া হয় ভালো আছি ভালো থেকো। গানের সুর তৈরী করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তোমাকে চাই  চলচ্চিত্রে সালমান শাহ এবং শাবনূর অভিনয় করেছিলেন।


ভালো আছি ভালো থেকো গানের লিরিক্সঃ

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

Bhalo Achi Bhalo Theko Lyrics

Song Credit:
Song Name : Bhalo Achi Bhalo Theko
Lyricist : Rudra Mohammad Shahidullah
Singer : Andrew Kishore and Kanak Chapa
Music : Ahmed Imtiaz Bulbul
Movie : Tomake Chai

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url