ভালোবেসে সখী নিভৃতে যতনে - রবীন্দ্রসঙ্গীত
ভালোবেসে সখী, নিভৃতে যতনে, আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে।
রচনা : রবীন্দ্রনাথ ঠাকুর
পর্যায় : প্রেম-৩৪
উপপর্যায় : প্রেম-বৈচিত্র
তাল : দাদরা
রাগ : কীর্তন
রচনাকাল : ৮ আশ্বিন, ১৩০৪ (১৮৯৭)
রচনাস্থান : সাজাদপুর
স্বরলিপিকার : অনাদিকুমার দস্তিদার
ভালোবেসে সখী নিভৃতে যতনে গানের লিরিক্সঃ
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো,
তোমার মনের মন্দিরে। (২)
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো,
তোমার চরণমঞ্জীরে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো,
তোমার মনের মন্দিরে।।
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি,
তোমার প্রাসাদপ্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী,
তোমার কনককঙ্কণে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো,
তোমার মনের মন্দিরে।।
আমার মুখর পাখি,
তোমার প্রাসাদপ্রাঙ্গণে।
মনে করে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী,
তোমার কনককঙ্কণে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো,
তোমার মনের মন্দিরে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো,
তোমার অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো
তোমার ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো,
তোমার অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো,
তোমার অতুল গৌরবে।
ভালোবেসে সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো,
তোমার মনের মন্দিরে।।
Bhalobeshe Sokhi Lyrics - Rabindra Sangeet:
Song Credit:
Song : Bhalobeshe Sokhi Nivrite Jotone
Lyricist : Rabindranath Tagore
Parjaay : Prem-34
Upa-parjaay : Prem-Boichitra
Anga : Kirtan
Taal : Dadra