Jani Tumi Chhile (জানি তুমি ছিলে) - Mission Extreme Movie Song
জানি তুমি ছিলে ( Jani Tumi Chhile ) গানটি মিশন এক্সট্রিম ( Mission Extreme ) ছবির ( Movie) গান। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং ঐশী। জানি তুমি ছিলে গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দোলা রহমান । রাকিব হাসান রাহুল এর কথায় সুর ও সঙ্গিতায়োজন করেছে অদিত রহমান। মিশন এক্সট্রিম ছবির জানি তুমি ছিলে গানটির দৃশ্য ধারন করা হয়েছে দুবায়ের মরুভূমি ও ভিবিন্ন স্থানে।
উল্লেখ্য যে এই গানটির নির্মাণ ব্যায় প্রায় ২৮ লাখ টাকা।
মিশন এক্সট্রিম ছবির গানের লিরিক্স - জানি তুমি ছিলে |
জানি তুমি ছিলে - মিশন এক্সট্রিম ছবির গানের লিরিক্স
জানি তুমি ছিলে
শত দ্বিধা ভুলে,
এসেছি আজ তোমারই হতে।
তুমি ছাড়া আমি
একা মরুভূমি,
দিও না দূরে সরে যেতে।
শত দ্বিধা ভুলে,
এসেছি আজ তোমারই হতে।
তুমি ছাড়া আমি
একা মরুভূমি,
দিও না দূরে সরে যেতে।
আসলে আসুক আঁধার কালো,
বুকে জড়িয়ে তুমি রেখো.
এ পৃথিবীর পরেও,
তোমারই হয়ে বেঁচে রবো।
বুকে জড়িয়ে তুমি রেখো.
এ পৃথিবীর পরেও,
তোমারই হয়ে বেঁচে রবো।
জানি তুমি ছিলে, শত দ্বিধা ভুলে,
এসেছি আজ তোমারই হতে।
তুমি ছাড়া আমি একা মরুভূমি,
দিও না দূরে সরে যেতে।
এসেছি আজ তোমারই হতে।
তুমি ছাড়া আমি একা মরুভূমি,
দিও না দূরে সরে যেতে।
দু'চোখের সীমানা যত বড়,
জুড়ে আছি আমি বেশি তারও।
একাকী ছায়া পথে আছি সাথে,
হৃদয়ে তাকিয়ে দেখো।
জুড়ে আছি আমি বেশি তারও।
একাকী ছায়া পথে আছি সাথে,
হৃদয়ে তাকিয়ে দেখো।
তুমিহীন কোন একা দিন,
পারবো না হতে কোনদিন,
থাকবো শুধু তোমাকে ছুঁয়ে।
পারবো না হতে কোনদিন,
থাকবো শুধু তোমাকে ছুঁয়ে।
আসলে আসুক আঁধার কালো,
বুকে জড়িয়ে তুমি রেখো,
এ পৃথিবীর পরেও
তোমারই হয়ে বেঁচে রবো।
বুকে জড়িয়ে তুমি রেখো,
এ পৃথিবীর পরেও
তোমারই হয়ে বেঁচে রবো।
জানি তুমি ছিলে, শত দ্বিধা ভুলে,
এসেছি আজ তোমারই হতে।
তুমি আছো বলে মেঘ ভাসা নীলে
পেয়েছি জীবনের মানে।
এসেছি আজ তোমারই হতে।
তুমি আছো বলে মেঘ ভাসা নীলে
পেয়েছি জীবনের মানে।
তুমি ছাড়া আমি একা মরুভূমি,
দিও না দূরে সরে যেতে।
যত কথা ছিলো
আজ বলা হলো,
চাই তোমায় প্রতিটি ক্ষনে।
দিও না দূরে সরে যেতে।
যত কথা ছিলো
আজ বলা হলো,
চাই তোমায় প্রতিটি ক্ষনে।
Song Credits:
Song: Jani Tumi Chhile
Singer - Pritom Hasan & Dola Rahman
Lyric - Rakib Hasan Rahul
Music - Adit Rahman
Tune - Adit Rahman & Dola Rahman
Singer - Pritom Hasan & Dola Rahman
Lyric - Rakib Hasan Rahul
Music - Adit Rahman
Tune - Adit Rahman & Dola Rahman
Movie Credits:
Movie Name - Mission Extreme
Directed by - Sunny Sanwar & Faisal Ahmed
Produced By - Cop Creation
In Association With Dhaka Detective Club
Co-Produced By - Mime Multimedia
Starring - Arifin Shuvoo, Taskeen Rahman, Jannatul Ferdous Oishee, Sadia Nabila, Sumit Sen Gupta, Raisul Islam Asad, Fazlur Rahman Babu, Shahiduzzaman Selim Shatabdi Wadud, Iresh Zaker, Maznun Mizan, Manoj Pramanik, Aref Syed & Khalid Hasan Rumi
Editor - Md Kalam
Dop - Sudipta Majumdar
Associate Director - Rajdeep Ghosh
Music - Adit Rahman
Art Director - Tapash Sarkar
Action - Rajesh Kannan
Line Producer - Sarathi Guha
Executive Producer - Sayak Khan
Production & Distribution Advisor - Zahid Hasan Abhi
Publicity Design - Sayeem ( Yfvfx)
Promotion Supervisor - Anup Kumar Biswas
Directed by - Sunny Sanwar & Faisal Ahmed
Produced By - Cop Creation
In Association With Dhaka Detective Club
Co-Produced By - Mime Multimedia
Starring - Arifin Shuvoo, Taskeen Rahman, Jannatul Ferdous Oishee, Sadia Nabila, Sumit Sen Gupta, Raisul Islam Asad, Fazlur Rahman Babu, Shahiduzzaman Selim Shatabdi Wadud, Iresh Zaker, Maznun Mizan, Manoj Pramanik, Aref Syed & Khalid Hasan Rumi
Editor - Md Kalam
Dop - Sudipta Majumdar
Associate Director - Rajdeep Ghosh
Music - Adit Rahman
Art Director - Tapash Sarkar
Action - Rajesh Kannan
Line Producer - Sarathi Guha
Executive Producer - Sayak Khan
Production & Distribution Advisor - Zahid Hasan Abhi
Publicity Design - Sayeem ( Yfvfx)
Promotion Supervisor - Anup Kumar Biswas