ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স – বাউন্ডুলে
ধরো যদি হঠাৎ সন্ধ্যে গানটি গেয়েছেন স্পন্দন ভট্টাচার্য। গানটির সুর তৈরী করেছেন তিনি নিজেই । গানটির কথা লিখেছেন পার্থ ঘোষ। ধরো যদি হঠাৎ সন্ধ্যে গানের কথা।
বাউন্ডুলের ধরো যদি হঠাৎ সন্ধ্যে গানের লিরিক্স
ধরো যদি হঠাৎ সন্ধ্যে লিরিক্স – বাউন্ডুলেঃ
ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে,
মুখোমুখি আমরা দুজন
মাঝখানে অনেক বারণ।
ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে,
মুখোমুখি আমরা দুজন
মাঝখানে অনেক বারণ।
ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে।
বাইরে তখন হাওয়া ঝড়ো
তুমি হয়তো অন্য কারো,
বাইরে তখন হাওয়া ঝড়ো
তুমি হয়তো অন্য কারো,
আরও একবার বলবো সেদিন
আরও একবার বলবো সেদিন,
আজ জানেকি জীদ না কারো।
ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে,
যদি ছুঁতে চাই আবারও
জানি ছোঁয়া তবু বারণ।
ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে।
চলে যাবে হাওয়া ঝড়ো
সময় ছিলো আমাদেরও,
চলে যাবে হাওয়া ঝড়ো
সময় ছিলো আমাদেরও,
তবু আবার বলবো সেদিন
তবু আবার বলবো সেদিন,
আজ জানেকি জীদ না কারো।
Dhoro Jodi Hothat Sondhey Song Lyrics
Song Credit:
Song : Dhoro Jodi Hothat Sondhye
Lyricist : Partha Ghosh
Vocal And Composition : Spandan Bhattacharya
Guitar : Voirob Chakraborty
DOP : Arjama Das
Editing : Rusha