সজনি সজনি রাধিকা লো - রবীন্দ্রসঙ্গীত | ভানুসিংহের পদাবলী
কবিগুরু মাত্র ১৬ বছর বয়সে আস্বাদন করেছিলেন ব্রজবুলি ভাষার বৈষ্ণব পদাবলীর। আর তার থেকে অনুপ্রাণিত হয়ে রচিত হয় ভানুসিংহের পদাবলীর। যার প্রতিটা ছত্রে ছত্রে লুকিয়ে আছে অসামান্য প্রেম পূজা। ভানুসিংহের পদাবলীতে আছে মোট ২২ টি গান। এর মধ্যে একটি গান সজনি সজনি।
যুথী বেলি মল্লিকা চামেলীর কুসুম্ভারে ভরা সেই পথ এর দিকে মিলন আশায় হয়তো যুগ যুগ ধরে কত ভানুসিংহ তৃষিত নেত্রে তাকিয়ে আছে। এমন জ্যোৎস্না ভরা রাতে এ লেখা কে ভীষণ ভাবে
জীবিত করার জন্যে।
সজনি সজনি রাধিকা লো - রবীন্দ্রসঙ্গীত
(ভানুসিংহের পদাবলী)
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
Sajani Sajani - rabindra sangeet
Song Name: Sajani Sajani
Movie Name: Bilu Rakkhosh
Singer: Jayati Chakraborty , Manomoy Bhattacharya, Srabani Roy
Lyricist: Rabindranath Tagore
Original composer : Rabindranath Tagore.
Music Director: Joy Sarkar.