দাঁড়ালে দুয়ারে – নজরুলগীতি (কোক স্টুডিও বাংলা)

 "দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী" লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানটির সুরারোপ করেছিলেন বিদ্রোহী কবি নিজেই। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে নজরুল আনুষ্ঠানিকভাবে মেগাফোন রেকর্ড কোম্পানিতে যোগদান করেন। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১২ আগষ্ট (বুধবার ২৭ শ্রাবণ ১৩৩৯), মেগাফোন কোম্পানি নজরুলের স্বকণ্ঠে গীত ৪টি গান রেকর্ড করে। এর ভিতরে দাঁড়ালে দুয়ারে মোর গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস।  'গান খানি কবি নিজকণ্ঠে রেকর্ডে গেয়েছেন। দুঃখের বিষয় বর্ত্তমানে রেকর্ড খানি বাজারে পাওয়া যায় না। পরবর্তীতে বিভিন্ন শিল্পী নতুন নতুন সুর বসিয়ে দাঁড়ালে দুয়ারে গানটি গেয়েছেন। তবে কোক স্টুডিও বাংলার গানটি এই প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়েছে।

Darale Duare Nazrul Geeti Sung by Mukul Mojumder Ishaan And Sanzida Mahmood Nandita from Coke Studio Bangla Season 2. Mixing and Mastering by Faizan Rashid Ahmad. Darale Duare Mor Ke Tumi Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam. Dance Performer Shrestha Sarkar And Choreography by Snata Shahrin.

দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী লিরিক্স – নজরুলগীতিঃ


দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী,
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।


মিনতি-ভরা আঁখি
কে তুমি ঝড়ের পাখি,
কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি,
কোন্ প্রিয় নামে ডাকি
বলো কোন্ প্রিয় নামে ডাকি
মান ভাঙাবো মানিনী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।

বুকে তোমায় রাখতে প্রিয়
চোখে আমার বারি ঝরে,
চোখে যদি রাখিতে চাই
বুকে ওঠে ব্যথা ভরে।

যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়,
যত দেখি তত হায়
পিপাসা বাড়িয়া যায়,
কে তুমি যাদুকরী
বলো কে তুমি যাদুকরী
স্বপন-মরু-চারিণী।

দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী,
গাহিয়া সজল চোখে
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী,
দাঁড়ালে দুয়ারে মোর
দাঁড়ালে দুয়ারে মোর।

Darale Duare Mor Song Lyrics - Nazrul Geeti


Coke Studio Bangla Song Credit:
Song : Darale Duare
Lyrics : Kazi Nazrul Islam
Singer : Mukul Mojumder Ishaan And Sanzida Mahmood Nandita
Back Vocal : Sunidhi Nayak, Rubayat Rehman, Jannatul Firdous
Akbar And Shuvendu Das Shuvo.
Curated & Produced by : Shayan Chowdhury Arnob
Music Composed by : Shuvendu Das Shuvo
Arranged by : Shuvendu Das Shuvo & Shayan Chowdhury Arnob
Director : Krishnendu Chattopadhyay
Label : Coke Studio Bangla

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url