ও মুর্শিদ ও …আমার মন মজাইয়ারে গানের লিরিক্স

শাহ আব্দুল করিমের গান ও মুর্শিদ ও  আমার মন মজাইয়ারে গানের লিরিক্স
শাহ আব্দুল করিমের গান ও মুর্শিদ ও

আমার মন মজাইয়ারে গানের লিরিক্সঃ


আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া, মুর্শিদ,
নিজের দেশে যাও।
ও মুর্শিদ ও …

একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর,
কখন জানি সেই ঘর ভাইঙ্গা পড়ে রে।
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চোরায় রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

ও মুর্শিদ ও ..

একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও,
পলকে পলকে ওঠে পানি রে।
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এ তরীর ভরসা নাই
রাহুর দরিয়া দিতে পাড়ি রে।

আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া, মুর্শিদ
নিজের দেশে যাও।

ও মুর্শিদ ও ..


Amar Mon Mojaiya Re - O Morshid Ooo Song Lyrics Shah Abdul Karim

Song Credit:
Song: Mon Mojaiya - মন মজাইয়া
Album: Maya - মায়া
Singer: Helal - হেলাল
Lyrics & Tune: Shah Abdul Karim - শাহ আব্দুল করিম
Composition: Habib - হাবিব
Produced By: Ektaar Music Ltd. - একতার মিউজিক প্রযোজিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url