Mrs Mukharjee (মিসেস মুখার্জী) - Anjan Dutt
মিসেস মুখার্জী গানের লিরিক্স
অঞ্জন দত্ত
সাবধান মিসেস মুখার্জী একটু ভেবে দেখবেন,
মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেন পেন?
আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়,
চোখে চোখে রাখা মানেই কিন্তু মনে ধরে রাখা নয়!
সাবধান মিসেস মুখার্জী তাকিয়ে দেখুন একবার,
বলতে কি চায় চোখ দুটো তার চাপা অহংকার!
জামার মাপটা তার জানেন ভালোই মনের খবর কি রাখেন
সাবধান মিসেস মুখার্জী সাবধান মিসেস সেন।
বড় হয়ে যাচ্ছে মন-
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন,
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন,
আপনার ছোট খাটো শাসন।
সময়ের মার নেই বলছি যে তাই এখনো সময় আছে,
যতই তাকে আগলে রাখুন নাচ আর গানের ক্লাসে।
অন্ধ যে নয় তার চোখ দুটো তাই বন্ধ যে নয় তার মন,
সেই মনের সাথে কত হাজার কথা হয় তার যখন তখন।
ষোল বছরের এই মনটার ভেতরে রোজ রোজ কত কি ঘটে,
কত কত স্বপ্নকে জন্ম সে দেয় কত স্বপ্ন কে দেয় পুড়িয়ে
একদিন মনের এই শ্মশানটা যদি দাউদাউ করে জ্বলে উঠে।
সাবধান মিসেস মুখার্জী সাবধান মিসেস সেন।
"বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন
আপনার ছোট খাটো শাসন"
ন’ নটা মাস ধরে পেটের ভেতর নিয়ে হাজার যন্ত্রনা,
একটু একটু করে একদিন আপনি হয়ে গেলেন মা।
একটু একটু করে যৌবন আপনার কোথায় গেলো হারিয়ে,
স্বপ্ন দেখার সেই মনটাও কেমন হয়ে গেলো ঘোলাটে।
বদলে গেছে সময়টা নাকি আপনি বদলে গেছেন,
ষোল বছরের সেই স্বপ্নগুলো আপনি ভুলে বসেছেন।
বলতেই পারেন আমার এই গানের নেই কোন মুন্ডু মানে
তবে সাবধান মিসেস দত্ত সাবধান মিসেস সেন।
"বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন
আপনার ছোট খাটো শাসন"
বাংলা গানের লিরিক্সঃ
শিরোনামঃ মিসেস মুখার্জী
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ কেউ গান গায়
মেয়েটি যে আপনার হচ্ছে বড় সে তো নয় ফাউন্টেন পেন?
আগলে আগলে রেখে আঁচলের তলায় ধরে রাখা যায় না সময়,
চোখে চোখে রাখা মানেই কিন্তু মনে ধরে রাখা নয়!
সাবধান মিসেস মুখার্জী তাকিয়ে দেখুন একবার,
বলতে কি চায় চোখ দুটো তার চাপা অহংকার!
জামার মাপটা তার জানেন ভালোই মনের খবর কি রাখেন
সাবধান মিসেস মুখার্জী সাবধান মিসেস সেন।
বড় হয়ে যাচ্ছে মন-
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন,
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন,
আপনার ছোট খাটো শাসন।
সময়ের মার নেই বলছি যে তাই এখনো সময় আছে,
যতই তাকে আগলে রাখুন নাচ আর গানের ক্লাসে।
অন্ধ যে নয় তার চোখ দুটো তাই বন্ধ যে নয় তার মন,
সেই মনের সাথে কত হাজার কথা হয় তার যখন তখন।
ষোল বছরের এই মনটার ভেতরে রোজ রোজ কত কি ঘটে,
কত কত স্বপ্নকে জন্ম সে দেয় কত স্বপ্ন কে দেয় পুড়িয়ে
একদিন মনের এই শ্মশানটা যদি দাউদাউ করে জ্বলে উঠে।
সাবধান মিসেস মুখার্জী সাবধান মিসেস সেন।
"বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন
আপনার ছোট খাটো শাসন"
ন’ নটা মাস ধরে পেটের ভেতর নিয়ে হাজার যন্ত্রনা,
একটু একটু করে একদিন আপনি হয়ে গেলেন মা।
একটু একটু করে যৌবন আপনার কোথায় গেলো হারিয়ে,
স্বপ্ন দেখার সেই মনটাও কেমন হয়ে গেলো ঘোলাটে।
বদলে গেছে সময়টা নাকি আপনি বদলে গেছেন,
ষোল বছরের সেই স্বপ্নগুলো আপনি ভুলে বসেছেন।
বলতেই পারেন আমার এই গানের নেই কোন মুন্ডু মানে
তবে সাবধান মিসেস দত্ত সাবধান মিসেস সেন।
"বড় হয়ে যাচ্ছে মন
বড় বড় স্বপ্ন সে দেখতে শিখছে এখন
পৃথিবীটা তাকে হাতছানি দিয়ে ডাকে
মানবে কি করে সে বলুন
আপনার ছোট খাটো শাসন"
বাংলা গানের লিরিক্সঃ
শিরোনামঃ মিসেস মুখার্জী
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ কেউ গান গায়