Notun Gane Tomar Agomoni (নতুন গানে তোমার আগমনী) - Pujor Gaan
নতুন গানে তোমার আগমনী অসাধারণ একটি পুঁজর গান। এতে কণ্ঠ দিয়েছে মেখলা দাশগুপ্ত।
নতুন গানে তোমার আগমনী পূজার গানের লিরিক্স লিখেছেন বিশ্বজিৎ দাশগুপ্ত এবং সঙ্গীতও করেছেন তিনি। এই সুন্দর পুঁজোর গানের লিরিক্সটি এখানে দেওয়া হলো।
নতুন গানে তোমার আগমনী (পূজার গানের লিরিক্স)
মেখলা দাশগুপ্ত
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
শরৎ আকাশ জুড়ে আজ মেঘ যে খেলা করে
শিশির ভেজা গন্ধ যে তাই সবার ঘরে ঘরে,
বাতাসে বাতাসে আজ মিলন বাঁশি বাজে
ভুবনমোহিনী তুমি অপরূপ সাজে।
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
দূরের মানুষ আজকে কাছে তোমার প্রাণের টানে,
মানুষে মানুষে বিভেদ আর যেন না হয়
জয় জয় দুর্গা মাগো...
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
ঢ্যাং কুড়কুড় বোলে আজ সবার কোমর দোলে
আলোয় আলোয় ভরবে আকাশ আসবে তুমি বলে.
প্যান্ডেলে প্যান্ডেলে আজ তোমার জয়ধ্বনি
ঘরে ঘরে সুরে সুরে তোমার আগমনী।
পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আরে পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আড্ডাটাকেই সঙ্গী করে মাতবে যে বাঙালি,
সবাই সবার বন্ধু হবে নেই কোনো আর ভয়
জয় জয় দুর্গা মা গো...
জয় জয় দুর্গা মা গো,দুর্গা মায়ের জয়।
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
Pujo Song Lyrics Notun Gaane Tomar Agomoni
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
শরৎ আকাশ জুড়ে আজ মেঘ যে খেলা করে
শিশির ভেজা গন্ধ যে তাই সবার ঘরে ঘরে,
বাতাসে বাতাসে আজ মিলন বাঁশি বাজে
ভুবনমোহিনী তুমি অপরূপ সাজে।
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
দূরের মানুষ আজকে কাছে তোমার প্রাণের টানে,
মানুষে মানুষে বিভেদ আর যেন না হয়
জয় জয় দুর্গা মাগো...
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
ঢ্যাং কুড়কুড় বোলে আজ সবার কোমর দোলে
আলোয় আলোয় ভরবে আকাশ আসবে তুমি বলে.
প্যান্ডেলে প্যান্ডেলে আজ তোমার জয়ধ্বনি
ঘরে ঘরে সুরে সুরে তোমার আগমনী।
পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আরে পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আড্ডাটাকেই সঙ্গী করে মাতবে যে বাঙালি,
সবাই সবার বন্ধু হবে নেই কোনো আর ভয়
জয় জয় দুর্গা মা গো...
জয় জয় দুর্গা মা গো,দুর্গা মায়ের জয়।
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
Pujo Song Lyrics Notun Gaane Tomar Agomoni
Song Credit:
Song : Notun Gaane Tomar Agomoni
Singer : Mekhla Dasgupta
Lyrics & Composition : Biswajit Dasgupta
Production Manegement : Sampayan
Song : Notun Gaane Tomar Agomoni
Singer : Mekhla Dasgupta
Lyrics & Composition : Biswajit Dasgupta
Production Manegement : Sampayan