তুমি মোর জীবনের ভাবনা
তুমি মোর জীবনের ভাবনা (Tumi Mor Jiboner Vabona) গানটির কণ্ঠশিল্পী নিয়ে মানুষের মনে একটি ভুল ধারণা রয়েছে। এই গানের পুরুষ গায়ক হিসেবে এন্ড্রু কিশোর কণ্ঠ দিলেও এর নারী গায়িকা নিয়ে মানুষের মাঝে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন তুমি মোর জীবনের ভাবনা গানটিতে নারী কণ্ঠে গেয়েছেন কনক চাঁপা, আবার কেউ কেউ মনে করেন গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। মূলত, গানটিতে নারী শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সালমা জামান।
সালমান শাহ্ ও শাবনূর অভিনীত আনন্দ অশ্রু ছবির এই গানটির গীতিকার ও সঙ্গীতায়োজক
আহমেদ ইমতিয়াজ বুলবুল।
তুমি মোর জীবনের ভাবনা গানের লিরিক্স
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াব মালা
তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ের সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
Tumi Mor Jiboner Vabona Song Lyrics
SONG CREDIT:
Song: Tumi Mor Jiboner Vabona
Cast: Salman Shah & Shabnur
Singer: Andrew Kishore & Salma Jahan
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Anondo Osru
Director: Shibli Sadik
Producer: Nurul Islam Raz
Production: Kollol Chitrakotha