Pagol (পাগল) - Kabir Sumon | Song Lyrics

 পাগল গানটির কথা লিখেছেন শিল্পী কবির সুমন। এ গানের সুর ও সঙ্গীতও করেছেন তিনি নিজেই।
গায়ক, গীতিকার,‌ অভিনেতা সুমনের পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজের নাম রাখেন কবির সুমন। ১৯৪৯ সালের ১৬ই মার্চ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি।

Pagol Song Lyrics - Kabir Sumon

পাগল গানের লিরিক্স
কবির সুমন

এক মুখ দাড়ি গোঁফ, অনেক কালের কালো ছোপ ছোপ
জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার,
পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন
বাবু হয়ে ফুটপাথে একা একা দিন রাত রঙ্গে।

পাগল!
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে!।।

চালচুলো নেই তার, নেই তার চেনা বা অচেনা
আদম সুমারি হলে তার মাথা কেউ গুনবে না,
তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোনো প্রার্থী
সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে।

পাগল!
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে!।।

বটতলা চুম্বন পদ্ধতি, পেট মোটা ব্যাকরণ বই
ধর্ম বা রাজনীতি, ঠাকুরের ছবি থেকে হরিবোল খই,
সারিবাদী সালসা বা ভোগীর লালসা আর আভোগী তে গান
হঠাৎ হাসপাতালে অকারণে ফাঁকতালে মহাপ্রয়াণ।
ভিডিও ক্যাসেটে আর নীল সোফা সেটে বসে মিঠে খুনসুটি
লক আউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেওয়া রুটি
জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুসঙ্গে।

পাগল!
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে!
পাগল!
পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url