Ami Megh Chure Dei (আমি মেঘ ছুড়ে দেই) Song Lyrics
আ... হা.. হা.. হা.. আ..... হা. (।।)
যদি ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে।
যদি মুছে দাও আমার স্মৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে (।।)
ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি।
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি।
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে (।।)
বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল (।।)
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা
ভাবতে আমার ভালো লাগে না।
আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে (।।)
আ... হা.. হা.. হা.. আ..... হা....
Ami Megh Chure Dei Tomaro Akashe Song
By Carbonized
Vocal & rhythm : Drubo