পরী - বাপ্পা মজুমদার

 
Pori Song By Bappa Mazumdar Lyrics

পরী - বাপ্পা মজুমদার


আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি

আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে
আমার পথে পথে
আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে
আমার পথে পথে
আমি তোমার জন্য এনে দেব

রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাজে
পরী তুমি ভাসবে মেঘের ভাজে

আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন
বিষাদ করে ভর
আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন
বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেব

অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাজে
পরী তুমি ভাসবে মেঘের ভাজে

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছ
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি

Pori Song Lyrics:

Song Credit:
Song: Pori
Singer: Bappa Mazumder
Lyrics - Sheikh Rana
Album- Dhulo Pora Chithi

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url