Bohemian (বোহেমিয়ান) - Shironamheen

 বোহেমিয়ান
 শিরোনামহীন 

বোহেমিয়ান গানের লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড



হেঁটে হেঁটে ঘুরছি পথে
ভাবছি নিজেকে বোহেমিয়ান,
জিন্স জুতোর ফাঁদে পরে থেকে
ঝুলে আছি অর্থহীন শ্লোগান।
বাসের হাতল ধরে opera
পুরানো গানের মতো ছন্নছাড়া,
বোকা বোকা সরলরেখায়
হারানো কথার কথায়।।

মনের ভেতর অবাধ্য পাখি
আপন ভেবেই সামলে রাখি,
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে,
নিয়ন আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে ।।

ছুটে চলাদের ভিড়ে
নিয়ন আলোয় হাওয়ায় ভাসিয়ে,
স্বপ্নেরা বাড়ি ফেরে
বুকপকেটে আধখাওয়া সিগারেট নিয়ে
আমার এই, স্বপ্ন দেখার আকাশে
মেঘের ডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে ....


Song Credit:
গান: বোহেমিয়ান
প্রকাশকাল: ২০১৮
ব্যান্ড: শিরোনামহীন
কথা: জিয়াউর রহমান
সুর: কাজী শাফিন আহমেদ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url