Tumi Na Thakle (তুমি না থাকলে) - Anjan Dutt

 তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতোনা 
অঞ্জন দত্ত 


তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতোনা - অঞ্জন দত্ত



তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।
তুমি না থাকলে মন কষাকষি, করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা রাপপাপপা রাম পাম পা।

তুমি না থাকলে চাঁদটার গায়ে পড়ে যেত মরচে
তুমি না থাকলে কিপটে লোকটা হতো না যে খরচে।
তুমি না থাকলে স্বপ্নের রং হয়ে যেত খয়েরী
বনবন করে দুনিয়াটা এই পারতো না ঘুরতে
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে হতো কুপোকাত
রাপা রাপপাপপা রাম পাম পা।

তুমি না থাকলে সুমন কেলেঙ্কারী করতো কত
গীটার ফেলে গুয়েতেমালায় নামটা শেখাতে হতো।
পাশের বাড়ির মেয়েটা পাশের পাড়ার ছেলের সাথে
তুমি না থাকলে এইভাবে কি বাড়িটা ছেড়ে পালাতো
তুমি না থাকলে তাজমহলটা বানানোই হতো না
লাঠালাঠি এই কাটাকাটি কিছু থামানোই যেত না
তুমি না থাকলে মোনালিসা কবে হয়ে যেত গম্ভীর
তুমি না থাকলে তোমার চিঠি জমানোই হতো না
তুমি না থাকলে রোমিও কবে
হোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিতো
রাপা রাপপাপপা রাম পাম পা ... . . .


Tumi Na Thakle Sokalta Eto Misti Hotona By Anjan Dutt
শিরোনামঃ তুমি না থাকলে
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কন্ঠঃ অঞ্জন দত্ত
অ্যালবামঃ শুনতে কি চাও

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url