ও পিয়া রে - মিস কল ছবির গানের লিরিক্স
O Piya Re Song Lyrics From The Movie Miss Call
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
এলো যে দিন, স্বপ্ন রঙিন
জানি এ প্রেম, অন্তবিহীন।
মিলে গেছি মোহনায়
তোর মন ঠিকানায়,
সুখে তাই ভাসে হিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
তোকে নিয়ে এই মনে
ছিল যত আশা,
না বলা সে কথাগুলো
আজ পেল ভাষা।
জেনে গেছে এ জীবন
তুই কত যে আপন,
আমারই একার দুনিয়া।
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া
ও পিয়া রে, ও পিয়া রে, ও পিয়া।
O Piya Re ( ও পিয়া রে ) - Song Lyrics (গানের লিরিক্স)
Song Credit:
Song : O Piya Re
Film : Miss Call
Singer : Madhuraa Bhattacharya
Music : Savvy
Lyrics : Priyo Chattopadhyay
Programming & Arranging : Shamik Chakravarty
Mixing & Mastering : Subhadeep Mitra
Director : Ravi Kinagi
Story : Shashank
Screenplay & Dialogues : N K Salil
Cinematographer : Murli Y Krishna
Editor : Md. Kalam