মন হারে - মাহতিম সাকিব ও দৃষ্টি আনাম
Mon Hare Song Lyrics by Mahtim Shakib And Dristy Anam
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু'চোখ ভেজায়,
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।
হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে,
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা।
চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো।
মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়,
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়।।
আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে
চরকা কাটে কেউ খুব গোপনে,
ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার
কেউ হয়ে যাক শুধু যে আমার।
না বলা কথা যদি বলা হয়ে যেতো
মান ভুলে অভিমান আবেগে হারাতো।
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়,
মনে পরে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।
Mon Hare by Mahtim Shakib And Dristy Anam
Song Credit:Song : Mon Hare
Singer : Mahtim Shakib and Dristy Anam
Lyrics : Neel Mahabub
Tune and Music : Asheq Manzur
Dop : Julfiker Rahaman Rifat
Edit,Color : Rafsaan Chowdhury
Video Direction : Mahtim Shakib
Label : 3p Production