আমি সেই সুতো হবো - তাহসান
শিরোনামঃ আমি সেই সুতো হবো। অ্যালবামঃ উদ্দেশ্য নেই । কথাঃ তাহসান । কন্ঠঃ তাহসান ।
সুরঃ তাহসান
আমি সেই সুতো হবো গানের লিরিক্সঃ
আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো,
শুধু ভালোবেসো আমায়(২)
ঝরিয়ে আমার চোখের বৃষ্টি আনবো রংধনু,
শুধু আপন থেকো,ভালবেসো…ভালবেসো আমায়
করে প্রমাণ মহৎ তোমায়, হয়ে যাব
আমি নগণ্য
এ অপরাধে হয়ে আমি অপরাধী,
ভেবে নেবো এটাই পুণ্য
আমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো,
শুধু ভালোবেসো আমায়
Ami Shei Shuto Hobo Song Lyrics:
Song Credit:
Song : Ami Sei Shuto
Singer : Tahsan
Lyric, Tune & Music : Tahsan
Album : Uddeshsho Nei
Language : Bangla
Label : G Series