আমি খোলা জানালা - শ্রীকান্ত আচার্য
স্বপ্ন দেখাও তুমি বাংলা অ্যালবাম থেকে আমি খোলা জানালা গানের লিরিক্স লিখেছেন শিবনাথ বন্দ্যোপাধ্যায় এবং গানটি গেয়েছেন শ্রীকান্ত আচার্য। গানটির সুরকার হলেন রূপঙ্কর বাগচী।
আমি খোলা জানালা গানের লিরিক্সঃ
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে,
উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে,
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা,
শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা,
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস।
আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস,
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ।
Ami Khola Janala Song Lyrics
Song Credit:
Song : Ami Khola Janala
Singer : Srikanto Acharya
Album Name : Swapno Dekhao Tumi
Lyricist : Shibnath Bandyopadhyay
Tuned by : Rupankar Bagchi
Published by : Sagarika Music
Year: 1999
Digital Partner : Bengal Web Solution