রূপকথার জগতে - আমায় ডেকো একা বিকেলে

আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে। 
রূপকথার জগতে গানটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম “নেটওয়ার্কের বাইরে”র গান।
গান: রূপকথার জগতে
ফিল্ম: নেটওয়ার্কের বাইরে
কথা: সোমেশ্বর অলি
কণ্ঠ: অবন্তি সিঁথী ও রেহান রাসুল 
সুর ও সংগীত: সাজিদ সরকার

Rupkothar Jogote Lyrics Bengali Song Is Sung by Abanti Sithi And Rehaan Rasul from Networker Baire Bengali Movie. Starring Sariful Razz, Yash Rohan, Khairul Basar, Tasnuva Tisha, Nazifa Tushi, Tasnia Farin And Nazia Haque Orsha. Rupkothar Jogote Lyrics In Bengali Written by Someshwar Oli. Amay Deko Eka Bikele Song Composed by Sajid Sarker.  Network Er Baire Bengali Film Directed by Mizanur Rahman Aryan.


রূপকথার জগতে গানের লিরিক্সঃ


কিছু কথার পিঠে কথা
তুমি ছুঁয়ে দিলেই মুখরতা,
হাসি বিনিময় চোখে চোখে
মনে মনে রয় ব্যাকুলতা।


আমায় ডেকো একা বিকেলে
কখনো কোনো ব্যথা পেলে,
আমায় রেখো প্রিয় প্রহরে
যখনই মন কেমন করে।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের,
এই পথে।

কোথাও ফুটেছে ফুল
কোথা ও ঝরেছে তারা,
কোথাও কিছু নেই
তোমার আমার গল্প ছাড়া।

তুমি আমার স্বপ্নসারথি
জীবনে তুমি সেরা সত্যি।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের,
এই পথে।


সময় ফুরিয়ে যাক
প্রেমের কবিতা পড়ে,
ছড়াও কিছু সুখ
যখন তোমার ইচ্ছে করে।

তুমি আমার গল্প জোনাকি
তোমারই আশায় থাকি।

কোনো এক রূপকথার জগতে
তুমি তো এসেছো আমারই হতে,
কোনো এক রূপকথার জগতে
তুমি চিরসাথী আমার জীবনের,
এই পথে।

Rupkothar Jogote Song Lyrics:


Song Credit:
Song : Rupkothar Jogote
Film : Network Er Baire
Singer : Abanti Sithi And Rehaan Rasul
Music by : Sajid Sarker
Lyrics : Someshwar Oli
Director : Mizanur Rahman Aryan
Label : Chorki

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url