বর্ণে গন্ধে ছন্দে গীতিতে – শচীন দেববর্মণ

 বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানটি অরিজিন্যালি গেয়েছিলেন ও সুর তৈরী করেছিলেন শচীন দেব বর্মন। গানটির কথা লিখেছিলেন মীরা দেব বর্মন। গানটি কভার করেছেন দেবলীনা নন্দী।
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানের লিরিক্স।

Borne Gondhe Chonde Gitite Song Is Sung by S D Burman. Music composed by Sachin Dev Burman. Tumi Shudhu Tumi Cover Version Song Is Sung by Durnibar Saha. Female Cover Version Song Is Sung by Tasfia Hridita. Barne Gandhe Chhande Gitite Bengali Song Lyrics written by Mira Dev Burman. Borne Gondhe Chonde Gitite song was sung & composed by Sachin Dev Burman. Lyrics was written by Mira Dev Burman. Borne Gondhe Song has been covered by Debolinaa Nandy. Borne Gondhe Lyrics. Borne Gondhe Song Lyrics. Borne Gondhe Bangla Lyrics. Borne Gondhe Chonde Lyrics. Borne Gondhe Gitite Lyrics. Bangla Song Borne Gondhe Lyrics.

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানের লিরিক্সঃ


বর্ণে গন্ধে ছন্দে গীতিতে,
হৃদয়ে দিয়েছো দোলা।
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে,
একি তব হরি খেলা।
তুমি যে ফাগুন, রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা।
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা।

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি।
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ রীতি নাচালে তুমি।
আপনও হারায়ে উদাসী প্রানের
লহগো প্রেমাঞ্জলি।
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি।


মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।

চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে।
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারও হিয়ারিই মাঝে।
তোমারও প্রানের পুলকও প্রবাহ
নিশীথে চাহে আমাতে।
যপ মোর নাম, গাহ মোর গান
আমারই একতারাতে।

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি।


Borne Gondhe Chonde Gitite Song Lyrics


Song Credit:
Song: Barne Gandhe Chhande Gitite
Singer : S.D.Burman
Music Director : Sachin Dev Burman
Lyricist : Mira Dev Burman

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url