টাপুর টুপুর বৃষ্টি নুপুর - রসগোল্লা

 
Tapur Tupur Lyrics bengali song is sung by Arnab Dutta from Rosogolla bengali movie. Tapur Tupur Bristi Nupur song composed by and written by Arnab Dutta. Featuring Ujaan Ganguly, Abantika Biswas and many more. The story about life and work of Nabin Chandra Das, inventor of the famous sweet “Rosogola” or Rasgulla. Rosogolla bengali film directed by Pavel And produced by Nandita Roy and Shiboprosad Mukherjee.

টাপুর টুপুর বৃষ্টি নুপুর গানের লিরিক্স – রসগোল্লা


টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ;
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই ।
রং বেরঙের বেলোয়ারি
সাত-রঙা রং মুখ ।
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ রে
জীবন ভরের সুখ ।

যখন শিমুল পলাশ ঝড়বে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন, দুজনাতে
শপথ নিয়ে সুখে ।
গাইবো তোরই দৃষ্টি পানে
এক সুরেরই গান ।

টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ;
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই ।

কেমন করে এমন হল
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী যাকে;
বলি ও সজনী, তোর হাতে যে
আমার জীবন টাই ।

টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জলছবিরই গায়ে,
তুই যে আমার একলা আকাশ;
মেঠো সুরের ছাই রে
মেঠো সুরের ছাই ।

Tapur Tupur Bristy Nupur Song Lyrics

Song Credit:
Song : Tapur Tupur
Movie : Rosogolla
Singer : Arnab Dutta
Composer And Lyricist : Arnab Dutta
Director : Pavel
Cinematography : Supriyo Dutta
Presenter : Windows, Akshay Parija And
P. C. Chandra Jewellers
Music Label : Windows

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url