আমি শুনেছি সেদিন তুমি লিরিক্স – মৌসুমী ভৌমিক

 মৌসুমী ভৌমিক একজন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, অনুবাদক, সম্পাদক, আর্কাইভিস্ট, ফিল্ড রেকর্ডিস্ট ও গবেষক। ২০০০ সালে প্রকাশিত 'এখনো গল্প লেখো' অ্যালবামে মৌসুমীর গাওয়া 'স্বপ্ন দেখব বলে' গানটি সকল শ্রেণির মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। আমি শুনেছি সেদিন তুমি নামে খ্যাত স্বপ্ন দেখব বলে গানটির গীতিকার আর সুরকারও তিনি।

Ami Shunechi Sedin Tumi Lyrics Bengali Song is Sung by Moushumi Bhowmik from Amaar Kichhu Kotha Chhilo Bengali  Album. Male Cover Version Song is Sung by Rishi Panda, And Female Cover by Jayati Chakraborty, Iman Chakraborty, Sadia Jahan Prova, Sohini Soha, Paromieta Majumder, Limon Mimi And Many Various Artists In Their Own Way. Ami Shunechi Sedin Tumi Lyrics In Bengali Written by Moushumi Bhowmik. Originally This Song Name Is Swapno Dekhbo Bole And This Song Is A First Track Of This Album “Amaar Kichhu Kotha Chhilo”.


স্বপ্ন দেখব বলে গানের লিরিক্সঃ


আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
আমি শুনেছি সেদিন তুমি
নোনবালি তীর ধরে,
বহুদুর বহুদুর হেঁটে এসেছো।
আমি কখনও যাই নি জলে,
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ, ডানা মেলা গাংচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও,
নেবে তো আমায়, বলো নেবে তো আমায়?

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে,
তোমরা সদল বলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে।
কেন শুধু ছুটে ছুটে চলা,
একই একই কথা বলা,
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে,
কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে?
বলো কোথায় গিয়ে ?


আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখো
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে,
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে।
আস্থা হারানো এই, মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি,
আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই,
স্বপ্ন দেখবো বলে,
আমি দু চোখ পেতেছি,
তাই তোমাদের কাছে এসে
আমি দু হাত পেতেছি,
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু চোখ পেতেছি।

Ami Shunechi Sedin Tumi Song Lyrics:


Song Credit:
Song : Shopno Dekhbo Bole
Album : Amaar Kichhu Kotha Chhilo
Singer : Moushumi Bhowmik
Tune: Moushumi Bhowmik
Lyricist : Moushumi Bhowmik

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url