Alo (আলো) - Imran Mahmudul | Poni Chakma ( Song Lyrics)

 Alo(আলো) Song Lyrics by Imran Mahmudul And Poni Chakma

Alo (আলো) - Imran Mahmudul | Poni Chakma ( Song Lyrics)

 আলো গানের লিরিক্স - ইমরান মাহমুদুল ও পনি চাকমা


তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো। 

তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো ,
কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো,
আমি জানি আমার ঘরে আসবে আলো।। 

দু'চোখে তোমায় আঁকি  
হৃদয়ে তোমায় রাখি,
তুমি তো জাদুর আয়না। 
বেঁধেছো মায়ার ডোরে,
থাকি যে তোমার ঘরে, 
কিছুতে ভোলা যায় না। 

যত দূরে আমি যাই
তোমাকে খুঁজে পাই, 
তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো,
আমি জানি আমার ঘরে আসবে আলো।।

হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি 
করি যে তোমার সাধনা,
মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়
আমাকে তুমি বাঁধোনা।  

যত দূরে আমি যাই 
তোমাকে খুঁজে পাই, 
তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।

তুমি নামের স্বপ্ন গুলো 
আমার মনের আকাশ ছুঁলো,
গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো,
ও.. গল্প রাতে মন হারালো 
কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো
আমি জানি আমার ঘরে আসবে আলো।।


আলো - ইমরান মাহমুদুল ও পনি চাকমা

Alo by Imran Mahmudul And Poni Chakma

Song Credit:
Song: Alo
Singers: Imran Mahmudul & Poni Chakma
Lyrics: Robiul Islam Jibon
Music: Imran Mahmudul
Cast: Imran Mahmudul, Keya Payel, Poni Chakma
Label: CMV
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url