Bibiya (বিবিয়া ) - Shunno ( Song Lyrics )

Bibiya Song Lyrics By Shunno Band


 বিবিয়া গানের লিরিক্স - শূন্য ব্যান্ড


ঘুম যা রে বিবিয়া

ঘুম যা রে বিবিয়া

আঁধি রাতে চাঁদ তুই আজ

ঘুম দে রে আঁকিয়া

ঘুম যা রে বিবিয়া

ঘুম যা রে বিবিয়া।


দিব সাগর পাড়ি, তোর মুখখানি,

বুকের পানে লইয়া।

আবার ভোর হইলে, ফিরবো যদি

থাকে জান জাগিয়া।


একূল ওকূল নাহি দেখি, ঝড়ের লগে যুঝতেছি

মন আমার কেমন করে, ফিরার লাগি তোর কাছে।

সারারাতের ঘুম আমার, সারাদেহের যত গ্লানি

ভুলে যাই সব, যখনি দেখি মুখ তোর একটুখানি।



বিবিয়া গানের লিরিক্স - শূন্য ব্যান্ড

Bibiya By Shunno
Song Credit:
Song: Bibiya (বিবিয়া )
Band: Shunno (শূন্য)
Lyrics: Brishty Dessa
Tune & Composition: SHUNNO
Audio Production: Sajid Sarker
Video Production: Mreethmandir Roy

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url