Ami Banglay Gaan Gai (আমি বাংলায় গান গাই) - Pratul Mukhopadhyay

 "আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষা ও জাতীয়তাবাদের প্রতি গভীর ভালোবাসার অতি জনপ্রিয় একটি গান। ১৯৯৪ সালে প্রকাশিত এই গানটি গেয়েছেন ভারতীয় বাংলার কবি ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই গানের কথা লিখেছেন প্রতুল মুখোপাধ্যায় এবং এর সুরও করেছেন তিনি নিজেই। ২০০৬ সালে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাহমুদুজ্জামান বাবু এই গানটি গান। ২০০৬ সালের মার্চে বিবিসি বাংলা শ্রোতা জরিপে এই গানটি সর্বকালের শ্রেষ্ঠ ২০ টি বাংলা গানের মধ্যে একটি নির্বাচিত হয়

"আমি বাংলায় গান গাই" গানটি বাংলা ভাষা ও জাতীয়তাবাদের প্রতি গভীর ভালোবাসার অতি জনপ্রিয় একটি গান। ১৯৯৪ সালে প্রকাশিত এই গানটি গেয়েছেন ভারতীয় বাংলার কবি ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়। আমি বাংলায় গান গাই গানের কথা লিখেছেন প্রতুল মুখোপাধ্যায় এবং এর সুরও করেছেন তিনি নিজেই। ২০০৬ সালে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাহমুদুজ্জামান বাবু এই গানটি গান। ২০০৬ সালের মার্চে বিবিসি বাংলা শ্রোতা জরিপে এই গানটি সর্বকালের শ্রেষ্ঠ ২০ টি বাংলা গানের মধ্যে একটি নির্বাচিত হয়
প্রতুল মুখোপাধ্যায়


আমি বাংলায় গান গাই
প্রতুল মুখোপাধ্যায়


আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।
আহা হাহা ..

আমি বাংলায় কথা কই,
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি,
বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে খেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।
আহা হাহা ..

আমি বাংলায় ভালবাসি,
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর
মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়
মেশে তেরো নদী সাত সাগরের জল
গঙ্গায়, পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ।
আহা হাহা ...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url