Ishwar (ঈশ্বর) - Vikings Band | Song Lyrics

 আইয়ুব বাচ্চু স্মরণে ভাইকিংস ব্যান্ড ঈশ্বর গানটি করে। আইয়ুব বাচ্চু'র চলে যাওয়ার যে যন্ত্রনা তাদের কুরে কুরে খাচ্ছিলো সেই অনুভূতি থেকে ঈশ্বর গানের সৃষ্টি। ঈশ্বর গানটি ভাইকিংস ব্যান্ডের "বয়স যখন একুশ" এ্যালবামে অন্তর্ভুক্ত।

আইয়ুব বাচ্চু স্মরণে ভাইকিংস ব্যান্ড ঈশ্বর গানটি করে। আইয়ুব বাচ্চু'র চলে যাওয়ার যে যন্ত্রনা তাদের কুরে কুরে খাচ্ছিলো সেই অনুভূতি থেকে ঈশ্বর গানের সৃষ্টি। ঈশ্বর গানটি ভাইকিংস ব্যান্ডের "বয়স যখন একুশ" এ্যালবামে অন্তর্ভুক্ত।


ঈশ্বর গানের লিরিক্স 
ভাইকিংস ব্যান্ড

যদি হুট করে একা হওয়া যেতো
আকাশে'র মতো,
আমি চুপ করে চোখে জল নিতাম
ইচ্ছে যতো।
আমি এখনও ভুলের ঘোরে খুঁজি
চেনা পথে'র বাঁক,
যদি ভুল করে ফের শোনা হতো
প্রিয় সে ডাক।

আমি দেখতে চাইনি তাকে শেষবার, অনড়
আমি মানতে চাই'নি তাকে নিথর..

ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই,
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহা'কারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
বিদায়... বিদায়...

কত গল্পরা চোখে জেগে থাকে
শহর শহরে,
যত চাওয়া না চাওয়া'য় আস্কারা
হিসেবের ভীড়ে,
আজও মন বলে সেই হাত কাঁধে
ছায়ায় জড়িয়ে,
আর শাসনে বারনে তার কথা
সময় সময়ে।

আজও উৎসবে কোলাহলে
খুঁজে যাই চেনা স্বর,
আমি মানতে চাইনি তাকে  নিথর...

ঈশ্বর, তুমি সযতনে রেখো তাকে
সে বড় অভিমানী, চাপা বুকে
ফিরে গেছে রোদ নেভার আগেই..
ঈশ্বর, আজও অনুতাপে ধুকছে সব
বোবা হাহা'কারে চোখ নীরব
বলা হয়ে ওঠেনি তাকেই -
বিদায়... বিদায়...
তুমি ক্ষমা করে দিও আমায়......


Ishwar  Song By Vikings Band Song Lyrics
Keywords:
Issor, Isshor, Ishwr, Ishwor
Ishwar tumi sojotone rekho take
Jodi hut kore eka howa jeto
Se boro obhimani chapa buke
Phire geche rod nebhar agei
Isshar aajo anutape dhukche shob
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url