Dugga Dugga (দুগ্গা দুগ্গা) Song Lyrics - Sunidhi Chauhan

 দুগ্গা দুগ্গা ( শারদীয় দুর্গাপূজার গান )
 সুনিধি চৌহান 

Dugga Dugga by Sunidhi Chauhan



পুজো পুজো আসছে বলে 
বোবা ঢাকে যাদুর কাঠি,
পুজো পুজো আসছে বলে 
কুমোরটুলি গঙ্গামাটি,
গোমড়া-মুখো পাড়ার দোকান 
সাজছে আবার নতুন সাজে,
কিছুতেই মন বসে না 
পড়ছে ভাটা সকল কাজে,
হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ,
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

মন জুড়ে অন্য হাওয়া 
খুশিতে হারিয়ে যাওয়া, 
অশুভর হবেই নিধন দুঃখ রবে না,
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি, 
উলুতে করবো বরণ  
আসছে ঘরে মা,
আগমনী, শঙ্খধ্বনি 
কাশবনে ঢেউ উঠেছে, 
তাই হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ, 
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

ছোট ছোট বাচ্ছাগুলো দু'চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি 
উৎসবেরই ডাক পাঠালো,
পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি দেয় 
বয়েসের উড়িয়ে ধুলো 
ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়, 
হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ, 
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

দিন গুনে অপেক্ষাতে 
কেটে যায় বছরটাতে, 
শরতের ডানায় চড়ে দশভুজা মা, 
মিলনের ভাসিয়ে ভেলা 
আবেগের সিঁদুর খেলা 
ধুনুচির ছন্দে ওড়ে অপার  মহিমা।
চন্ডীপাঠে অঞ্জলিতে 
সুরগুলো বাঁধ ভেঙেছে 
তাই হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ 
মন যে আনচান আমার হল 
বল দুগ্গা এল, বল দুগ্গা এল ।।


Sharodiyo Durga Puja Song Dugga Dugga by Sunidhi Chauhan
Song Credit:
Song : Dugga Dugga
Singer : Sunidhi Chauhan
Music : Taakdoom
Composer : Kaushik - Guddu
Lyrics : Indranil Das
Music Production : ZIA
Label : SVF

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url