আজ গুন গুন গুন কুঞ্জে আমার
Presenting Bengali Movie Song Lyrics "Aaj Gun Gun Gun Kunje Amar" sung by Asha Bhosle From Rajkumari Movie Released on 1967.
আজ গুন গুন গুন কুঞ্জে আমার গানের লিরিক্স
আজ গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
Aaj Gun Gun Gun Kunje Amar Song Lyrics
SONG CREDIT:
Song: Aaj Gun Gun Gun Kunje Amar
Artist: Asha Bhosle
Music Director: R.D.Burman
Lyricist: Gauriprasanna Mazumder
Film Title: Rajkumari
Filmstar: Uttam Kumar, Tanuja, Chhaya Debi, Tarun Kumar
Director: Salil Sen