Kande shudhu Mon Keno Kandere (কান্দে শুধু মন কেন কান্দেরে) - Bhoomi Band
কান্দে শুধু মন কেন কান্দেরে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
"দখিনা বাতাসের তরে
খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে"
ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
ঝিলমিল নদীর কূলে আসিরে।
কান্দে তবু মন কেন কান্দেরে
কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাঁসা খোঁজে।
মাইনষের স্বপন, ঘুনে ধরা বইঠা যেন
দুমড়ায় মুচড়ায় যায় সব বন্ধুরে।
কান্দে শুধু মন কেন কান্দে রে
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে।
"দখিনা বাতাসের তরে
খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে"
Kande Sudhu Mon Keno Kande Re By Bhoomi Band Song Lyrics
Song Credit:
Band Name - Bhoomi
Album Name - Jatra Shuru
Singer - Surojit & Soumitra
Year - 2000