Mone Thake Moner Manush (মনে থাকে মনের মানুষ) - Raat Jaga Phool Movie Song

মীর সাব্বির পরিচালিত "রাত জাগা ফুল" ছবির গান " মনে থাকে মনের মানুষ " গানে কণ্ঠ দিয়েছে হৃদয় খান এর সুর ও সঙ্গীতায়োজন করেছে শিল্পী নিজেই। মনে থাকে মনের মানুষ গানটি লিখেছে মীর সাবির।
মনে থাকে মনের মানুষ - রাত জাগা ফুল ছবির গানের লিরিক্স
রাত জাগা ফুল ছবির গানের লিরিক্স-মনে থাকে মনের মানুষ


 মনে থাকে মনের মানুষ 
রাত জাগা ফুল ছবির গানের লিরিক্স 


মনে থাকে মনের মানুষ
মস্ত বড়ো দুনিয়ায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,

ভালোবাসা কত কঠিন
যে বাসে সেই বোঝে,
বোবায় দেখে চাইয়া চাইয়া
কানায় শুধু খোঁজে,
সত্য কঠিন বন্ধু তবু
মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।

চন্দনের সুবাস আছে
বটের আছে ছায়া,
প্রেমের কোষ্ঠী পাথর ঘইষা
খুইজা বেড়ায় মায়া।

সত্য কঠিন বন্ধু তবু
মানুষ বড়ো অসহায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়,
জীবন নদীর কূল-কিনারা
খুইজা পাওয়া দায়।



Song Credit:
Song : Mone Thake Moner Manush
Movie: Raat Jaga Phool
Singer : Hridoy Khan
Lyrics : Mir Sabbir 
Tune & Music : Hridoy Khan

গান: মনে থাকে মনের মানুষ
ছবিঃ রাত জাগা ফুল
গীতিকার: মীর সাব্বির
সংগীত পরিচালনা: হৃদয় খান
সুরকার: হৃদয় খান
শিল্পী: হৃদয় খান

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url