Aj Jonmodin Tomar (আজ জন্মদিন তোমার) - Shafin Ahmed

 আজ জন্মদিন তোমার
 শাফিন আহমেদ 

আজ জন্মদিন তোমার - শাফিন আহমেদ




আজকের আকাশে অনেক তারা,
দিন ছিল সূর্যে ভরা।
আজকের জোছনাটা আরো সুন্দর,
সন্ধ্যাটা আগুন লাগা।
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা,
মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়।
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিক।।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোম...
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়।
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর,
উচ্ছল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ ,
শুভেচ্ছা তোমায়।
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার...



Aj Jonmodin Tomar [ Birthday Song Lyrics] - By Shafin Ahmed
শিরোনামঃ আজ জন্মদিন তোমার
কন্ঠঃ শাফিন আহমেদ
সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ
অ্যালবামঃ দাগ থেকে যায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url