Nikrishto - 2 (নিকৃষ্ট - ২) - Arthohin Band
নিকৃষ্ট - ২
অর্থহীন ব্যান্ড (গানের লিরিক্স)
আঁধার এই তিন দেয়ালের ঘরে,
একা একা বসে আজ কেমন লাগছে?
বলেছিলাম এদিন আসবে
পুরনো গানে! পুরনো গানে!
তিক্ত ব্যর্থতার এই দৃশ্য দেখো আয়নায় তুমি দাঁড়িয়ে,
তোমার পেছনে, পাশে, সামনে
নেই কেউ আজ, নেই কোনখানে।
তুমি কি ভেবেছো কাঁদছি আমি?
তুমি কি ভেবেছো ঝরছে রক্ত?
তুমি ভেবেছো এখনো তোমার আমি?
তুমি ভেবেছো নই আমি আর শক্ত?
তোমার ঐ ধোকা দেয়া চোখ দুটো
উল্টো করে ঘুরিয়ে নিজের মগজটা দেখো,
কি দেখা যায় ঐ পঁচে যাওয়া নরম বলয়টাতে?
নিজেকেই আজ জিজ্ঞেস করো!
যতো মিথ্যে গল্প লিখেছিলে,
যতো মূত্র চোখে ঝরিয়েছিল,
যতো লোভ নিয়ে কাছে টেনেছিলে
ভেবেছিলে কি সেসব আসবেনা ফেরত?
তুমি ভেবেছিলে হারাবো আমি ....এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে।।
তুমি কি ভেবেছো সমাজ, সেন্সর বোর্ড
আমি গোনায় ধরছি এই গান লিখতে গিয়ে?
দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি,
তুমি দুই পয়সার হ্যোর, তোমায় চু*িনা আমি।
আমায় ফেলে গিয়েছিলে যেই বেজম্মার কাছে,
তার থুথু খেতে কেমন লাগছে?
যেখানে দিয়েছিলাম তোমায় ভালোবাসা
সেখানে পেয়েছো তাচ্ছিল্য বেজম্মার।
তুমি আমার থুথুর’ও অযোগ্য (ওয়াক্ থু)
তুমি নর্দমায় বীর্য-সিক্ত
তুমি থাকো ঐ পশুদের পাশে
যারা তোমায় নিয়ে পেছনে হাসে।।
কত অভিনয় করেছিলে তুমি
কতো লোভী চোখে মোর অর্থ গিলেছিলে,
খেলাটা তো সবে হয়েছে শুরু
নিকৃষ্ট তুমি থাকবে অন্ধকারেই।।
তুমি ভেবেছিলে হারাবো আমি.... এই অন্ধকারে
দেখো কার চোখে আজ রক্ত ঝরে।।
তুমি মরে গেলেও থামবো না আমি,
থাকবো দাঁড়িয়ে তোমার কবরের পাশে,
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভেজাবো কবর মূত্র দিয়ে।
কারন তুমি অমানুষ... তুমি নিকৃষ্ট!
Song Credit:
Band: Arthohin
Lyric: Bassbaba Sumon
Tune: Rafa
Drums & Vocal: Rafa
Guitar: Kamal
Guitar: Shishir
Bass & Vocal: Bassbaba Sumon