Bela Bose (এটা কি 2441139) - Anjan Dutt

 বেলা বোস ( এটা কি ২৪৪১১৩৯ )
 অঞ্জন দত্ত 





চাকরীটা আমি পেয়ে গেছি বেলা শুনছো,
এখন আর কেউ আটকাতে পারবেনা,
সম্বন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পারো,
মাকে বলে দাও বিয়ে তুমি করছো না।
চাকরীটা আমি পেয়ে গেছি বেলা সত্যি,
আর মাত্র কয়েকটা মাস ব্যাস,
ষ্টার্টিং এই ওরা ১১ শো দেবে,
তিন মাস পরে কনফার্ম,
চুপ করে কেনো বেলা কিছু বলছোনা!
এটা কি 2441139,
বেলাবোস তুমি পারছো কি শুনতে,
১২-১২ বার রং নাম্বার পেড়িয়ে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে!
হ্যালো 2441139,
দিন না ডেকে বেলাকে একটিবার,
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের
জরুরি খুব জরুরি দরকার।

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি,
এতোদিন ধরে এতো অপেক্ষার,
রাস্তার কতো সস্তা হোটেলে,
বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার।
আর কিছু দিন তারপর বেলা মুক্তি,
কসবার ঐ নীল দেয়ালের ঘর,
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার!
এটা কি 2441139,
বেলা বোস তুমি পারছো কি শুনতে!
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে.
হ্যালো 2441139,
দিন না ডেকে বেলাকে একটিবার!
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনের,
জরুরি খুব জরুরি দরকার।।

চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি।
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে,
হ্যালো তুমি শুনতে পাচ্ছো কি? (২বার)
এটা কি 2441139,
বেলা বোস তুমি পারছো কি শুনতে,
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর হারাতে.
হ্যালো ২৪৪১১৩৯,
দিন না ডেকে বেলাকে একটিবার.
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের,
জরুরি খুব জরুরি দরকার।

হ্যালো 2441139
ধুর ছাই 2441139 ….......



Bangla Song Lyrics Bela Bose ( 2441139 )By Anjan Dutt
গানঃ বেলা বোস
কণ্ঠঃ অঞ্জন দত্ত
কথাঃ অঞ্জন দত্ত
সুরঃ অঞ্জন দত্ত
কম্পোজিশনঃ অঞ্জন দত্ত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url