Kacha Badam (কাঁচা বাদাম) Song Lyrics By Bhuban Badyakar

 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে "কাঁচা বাদাম" নামের একটি গান, গানটি গেয়ে যিনি ভাইরাল হয়েছেন তিনি হলেন বীরভূম জেলার একজন ফেরিওয়ালা, নাম ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গানটিতে মূলত বিভিন্ন বাড়ি থেকে মোবাইলের কেসিং বা সিটি গোল্ড এর পুরাতন গহনার পরিবর্তে কাঁচা বাদাম লেনদেনের কথা বলা হয়েছে।

Kacha Badam Song Lyrics by Bhuban Badyakar

কাঁচা বাদাম গানের লিরিক্স


বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,
আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

এই,
বাদাম আছে ভালো মাথার ছিড়া চুল
সিটি গোল্ডের চুড়ি মালা দিয়ে 
মোবাইলের বডি ভাঙা দিয়ে বাদাম।

মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম 
পায়ে তোড়া হাতের বালা থাকে যদি 
সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন
তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,
আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,
আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

Badam Badam Kacha Badam Song Lyrics
Song Credit:
Song : Kacha Badam 
Vocal And Lyrics : Bhuban Badyakar


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url