বেহুলা - শূন্য ব্যান্ড ( Song Lyrics )

Behula Song Lyrics - Shunno Band Song (বেহুলা লিরিক্স - শূন্য ব্যান্ড )


 Behula Song Lyrics - Shunno Band Song (বেহুলা লিরিক্স - শূন্য ব্যান্ড )


ভাগ্য আমায় ছোবল মা‌রে
র‌ক্তে বি‌ষের জ্বালা,
তু‌মি আমার আঁধার রা‌তে
একশ তারার মালা। 
‌তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধ‌রে,
ভা‌লোবাসার গান শোনা‌বে
প্রা‌চিন কোনো সু‌রে। 

ও‌ বেহুলা ..
আমি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।

ছাইড়া গেল স্বজন সুজন
তু‌মি তবু পা‌শে,
তোমার মতন এমন ক‌রে
আর কে ভা‌লোবা‌সে। 
‌তোমার কায়া বড় মায়া
ব‌টের ছায়া চো‌খে,
আগ‌লে রা‌খো বন্ধু আমায়
এই দু‌নিয়া থে‌কে। 

ও‌ বেহুলা ..
আমি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।

কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ 
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো 
বা‌সি কতখা‌নি,
কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ 
বজ্র হানাহা‌নি,
আকাশ জা‌নে তোমায় ভা‌লো 
বা‌সি কতখা‌নি। 

ও‌ বেহুলা ..
আমি মর‌লে আমায় নিয়ে 
ভাসাইও ভেলা।।


Behula Song By Sunno Band (বেহুলা - শূন্য ব্যান্ড )


Song Credit:
Song : Behula 
Tune & Composition : Shunno 
Vocal : Emil
Bass : Michael 
Drums : Labib
Guitar : Ishmam
Lyrics : Tanvir Chowdhury 
Produced by : Shaker Raza
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url