উড়ে যারে মুনিয়া - হাবিব ওয়াহিদ ও সিথি সাহা ( গানের লিরিক্স)
![]() |
Urey Jarey Munia song Lyrics - Habib Wahid & Sithi Saha
উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না
হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া
দিন কাটে না
যায় দিনমান ফুরিয়া
মন কেন হায় মানে না
তুমি আসো না
উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না
তোর এলো চুল যে ওড়ে
নোনা হাওয়ার পরে
তোর হাসির ঝিলিক ভাসে
সূর্য যেথায় হাসে
ও প্রিয়... মন আমার ঢেউয়েতে ভেসে যায়
ও নুপুর যেখানে ছুঁয়ে যায়
ঢেউ এসে বাজালো নুপুর
কে ছুঁলো আমার এলোচুল
কাছে এসে বারে বারে ক্ষণে ক্ষণে
তুমি আবার হারাও
Urey Jarey Munia song - Habib Wahid & Sithi Saha
Song Credit:Song : Urey Jarey Munia
Singer : Habib Wahid & Sithi Saha
Tune & Music : Habib Wahid
Lyrics : Mir Shariful Karim Srabon
Direction : Mir Shariful Karim Srabon
Cinematographer : Saqueeb Niloy
Editor : Rahat Bappi
Art Director : Tamanna Tasmeem
Production Controller : Hridoy