অসহায় - নোবেল ম্যান

Oshohay song Lyrics by Noble Man


Oshohay by Noble Man - Song Lyrics


তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 

কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে,
মন পুড়ে যায় বিরহের দাগে। 
দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ,
শুধু তোরই কারণে। 

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 

আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে,
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে। 
শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো,
শুধু তোরই বিহনে .. 

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।

তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।। 


Oshohay Song by Singer Noble Man

Song Creedit:
Song : Oshohay 
Singer : Noble Man
Lyrics : Ahmed Risvy
Tune & composition : Ahmmed Humayun
Director : Jakaria Showkhin
Cast: Musfiq R. Farhan, Keya Payel, Jainal Jack Anik, And others
DOP : Nazmul Hasan 
Editor : Amitav Mazumder
Publicity Design : Sajjadul Islam Sayeem
Label : Soundtek
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url