প্রজাপতি - সহবাসে ছবির গান
Projapoti Song From Bengali Movie Sahobashe Is Sung by Durnibar Saha. Starring: Anubhav Kanjilal, Ishaa Saha, Saayoni Ghosh, Rahul Banerjee, Debleena Dutt Mukherjee, Biswajeet Chakraborty, Tullika Bose, Subhashish Mukherjee And Bratya Basu. Music Composed by Soumya Rit And Shudhu.
Tomar Jonno Aajo Du Ekta Projapoti Benche Ache Lyrics In Bengali Written by Anjan Kanjilal.
Projapoti Song Lyrics - From The Movie Sohobashe
শুধু তোমার জন্য আজও দু একটা
প্রজাপতি বেঁচে আছে,
ভালোবাসবে বললে মনখারাপেও
গঙ্গাফড়িং নাচে।
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে,
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে।
তুমি হাইফেন, দাঁড়ি, কমা গুলো আজ
উড়িয়ে দিয়েছ আকাশে,
গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে
ই.এম.আই দেওয়া নিবাসে।
আমার ইষ্টিকুটুম কবিতার মন
বৃষ্টির ধার ধারেনি,
তুমি আসছো শুনেই সারাটা বছর
গঙ্গায় চড়া পড়েনি।
তোমার চাওয়াতে কফি ও কফিন
একাকার হয়ে গেছে,
শুধু তোমার জন্য আজও দু একটা
প্রজাপতি বেঁচে আছে,
ভালোবাসবে বললে মনখারাপেও
গঙ্গাফড়িং নাচে।
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে,
তোমার জন্য আজও দু একটা
কলকাতা জেগে আছে।
তুমি হাইফেন, দাঁড়ি, কমা গুলো আজ
উড়িয়ে দিয়েছ আকাশে,
গোটা দেশ দেখো ঘুমিয়ে পড়েছে
ই.এম.আই দেওয়া নিবাসে।
আমার ইষ্টিকুটুম কবিতার মন
বৃষ্টির ধার ধারেনি,
তুমি আসছো শুনেই সারাটা বছর
গঙ্গায় চড়া পড়েনি।
তোমার চাওয়াতে কফি ও কফিন
একাকার হয়ে গেছে,
শুধু তোমার জন্য আজও দু একটা
প্রজাপতি বেঁচে আছে।
Projapoti Song Lyrics
Song Credit:
Song : Projapoti
Movie : Sohobashe
Singer : Durnibar Saha
Lyrics : Anjan Kanjilal
Music : Soumya Rit
Director : Anjan Kanjilal
Producer : Prohlad Sardar & Sumana Kanjilal
Production House : Mojotale Entertainments
Music on : Zee Music Company
Movie : Sohobashe
Singer : Durnibar Saha
Lyrics : Anjan Kanjilal
Music : Soumya Rit
Director : Anjan Kanjilal
Producer : Prohlad Sardar & Sumana Kanjilal
Production House : Mojotale Entertainments
Music on : Zee Music Company