বকুল ফুল - জলের গান
![]() |
বকুল ফুল গানের কথা - Bokul Phul Song Lyrics |
বকুল ফুল, বকুল ফুল গানের লিরিক্স
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে (লো)
রাইতে শালুক ফুটে
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে (লো)
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে (লো)
হরিণডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে (লো)
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শাওন ভাদর মাসে
জামাই আদর করে (লো)
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে (লো)
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
Bokul Phool, Bokul Phool Song Lyrics
SONG CREDIT:
শিরোনামঃ বকুল ফুল
কথাঃ সংগৃহীত
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান