চল রাস্তায় সাজি ট্রাম লাইন - শ্রেয়া ঘোষাল

 "চল রাস্তায় সাজি ট্রাম লাইন" অটোগ্রাফ ছবির একটি গান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং প্রিয়ম মুখার্জী।  এর সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশরা। চল রাস্তায় সাজি ট্রাম লাইন গানটির কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।  অটোগ্রাফ সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত,  নন্দনা সেন প্রমুখ

Chol Rastay Saji Tram Line Song Is Sung  by Shreya Ghoshal from  Autograph Bengali Movie.  Music Composed by Debojyoti Mishra.  Starring Prosenjit Chatterjee, Indraneil Sengupta,  Nandana Sen. Chol Rashtay Saji Lyrics written by  Srijato


চল রাস্তায় সাজি ট্রাম লাইন গানের লিরিক্সঃ


চল রাস্তায় সাজি ট্রাম লাইন
আর কবিতায় শুয়ে কাপ্লেট,
আহা উত্তাপ কত সুন্দর
তুই থার্মোমিটারে মাপলে,
হিয়া টুপটাপ জিয়া নস্টাল
মিঠে কুয়াশায় ভেজা আস্তিন,
আমি ভুলে যাই কাকে চাইতাম
আর তুই কাকে ভালোবাসতিস,
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

প্রিয় বন্ধুর পাড়া নিঝুম
চেনা চাঁদ চলে যায় রিকশায়,
মুখে যা খুশি বলুক রাত্তির
শুধূ চোখ থেকে চোখে দিক সায়,
পায়ে ঘুম যায় একা ফুটপাথ
ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক,
পায়ে ঘুম যায় একা ফুটপাথ
ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক,
আমি ভুলে যাই কাকে চাইতাম
আর তুই কাকে ভালোবাসতিস,
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।


পোষা বালিশের নিচে পথঘাট
যারা সস্তায় ঘুম কিনতো,
তারা কবে ছেড়ে গেছে বন্দর
আমি পাল্টে নিয়েছি রিংটোন,
তবু বারবার তোকে ডাক দিই
একি উপহার নাকি শাস্তি,
তবু বারবার তোকে ডাক দিই
একি উপহার নাকি শাস্তি,
আমি ভুলে যাই কাকে চাইতাম
আর তুই কাকে ভালোবাসতিস।

চল রাস্তায় সাজি ট্রাম লাইন
আর কবিতায় শুয়ে কাপ্লেট,
আহা উত্তাপ কত সুন্দর
তুই থারমোমিটারে মাপলে,
হিয়া টুপটাপ জিয়া নস্টাল
মিঠে কুয়াশায় ভেজা আস্তিন,
আমি ভুলে যাই কাকে চাইতাম
আর তুই কাকে ভালোবাসতিস,
চল রাস্তায় সাজি ট্রাম লাইন।


Chol Rastay Saji Tram Line Song Lyrics:


Song Credit:
Song : Chawl Raastaye Saji
Movie : Autograph
Singer : Shreya Ghoshal
Music : Debojyoti Mishra
Lyrics : Srijato
Director : Srijit Mukherji
Producer: Shree Venkatesh Films

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url