যখন কেউ আমাকে পাগল বলে - মান্না দে
"যখন কেউ আমাকে পাগল বলে" গানটি ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত "ভালবাসা" (Bhalobasha) চলচ্চিত্রের। এই গানটি বাংলা ভাষায় এমন কিছু ভাবনা প্রকাশ করে যা ব্যক্তির আবেগ এবং প্রেমের কষ্টের সাথে সম্পর্কিত। Jakhan Keu Amake Pagol Bale গানটি গেয়েছেন মান্না দে, এবং গানটির সুরও মান্না দে নিজেই করেছিলেন, এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি অন্যতম মাইলফলক হয়ে আছে। এর লিরিক্স লিখেছেন পুলক ব্যানার্জি। এর সঙ্গীত পরিবেশন করেছে সারেগামা ইন্ডিয়া লিমিটেড। চলচ্চিত্রে গানটি জনপ্রিয়তা লাভ করেছিল এবং মান্না দে এর অসামান্য কণ্ঠে এটি আরও বিশেষ হয়ে ওঠে।
যখন কেউ আমাকে পাগল বলে গানের লিরিক্সঃ
আ…….আ…….আ…………
যখন কেউ আমাকে পাগল বলে
যখন কেউ আমাকে পাগল বলে
তার প্রতিবাদ করি আমি…
যখন তুমি আমায় পাগল বলো
তুমি আমায় পাগল বলো
ধন্য হয় যে সে পাগলামি
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে
যখন নেশায় আমার রাস্তা টলে…
যখন নেশায় আমার রাস্তা টলে
কেউ আমাকে মাতাল বলে
অমনি সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
সোজা চলে যাই দেখিয়ে
ভাবছো যা তা নইতো আমি
যখন তুমি আমায় মাতাল বলো
ধন্য যে হয় সে মাতলামি
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে
যখন চোখ ভেসে যায় চোখের জলে…
যখন চোখ ভেসে যায় চোখের জলে
কেউ আমাকে দুঃখী বলে
অমনি হেসে উঠে দিই বুঝিয়ে …
হেসে উঠে দিই বুঝিয়ে
সেই অভিনয় কত দামী
যখন তুমি আমায় দুঃখী বলো
ভালো করে কাঁদি আমি
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে
যখন বুকে আমার আগুন জ্বলে
যখন বুকে আমার আগুন জ্বলে
তা বুঝে কেউ আহা বলে
আমি বলি তাকে মিথ্যে কেন
বলি আমি বলি বলি তাকে
বলি বলি তাকে মিথ্যে কেন
বলি তাকে মিথ্যে কেন
হচ্ছো আমার অন্তর্যামী
যখন একটু তুমি আহা বলো
ভালো করে পুড়ি আমি
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে
যখন সব কিছু যায় রসাতলে….
কেউ আমাকে ফকির বলে
আমি চেঁচিয়ে বলি কেউ জানে না …
আমার কোথায় আছে কি বেনামী
শুধু তুমি যখন ফকির বলো
রসের অতলে যে তলাই আমি
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে
ধন্য আমি…………….. ধন্য হে….
পাগল তোমার জন্য যে
পাগল তোমার জন্য যে ….
পাগল তোমার জন্য যে …
Jakhan Keu Amake Pagol Bole lyrics:
Song Credits:
Song: Jakhan Keu Amake Pagol Bale
Artist: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd