এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন
এই মেঘলা দিনে একলা হেমন্ত মুখোপাধ্যায়ের একটি সুপারহিট বাংলা চলচ্চিত্রের গান। গানটির সুর ও সঙ্গীত করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৬০ সালে বিশ্বজিৎ অভিনীত সুপার হিট বাংলা চলচ্চিত্র "শেষ পর্যন্ত" এর জন্য এই চির সবুজ হিট গানটি রচনা করেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার।
শিরোনামঃ এই মেঘলা দিনে একলা
কন্ঠঃ হেমন্ত মুখোপাধ্যায়
কথাঃ গৌরী প্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়
সিনেমাঃ শেষ পর্যন্ত
এই মেঘলা দিনে একলা গানের লিরিক্সঃ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
যূথীবনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া
যূথীবনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
শুধু ঝরে ঝরো ঝরো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
শুধু ঝরে ঝরো ঝরো
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
Ei Meghla Dine Ekla Song Lyrics
Song Credit:
Song : Ei meghla dine ekla
Film : Sesh Porjonto
Singer : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Music : Hemanta Mukherjee
Filmstar: Biswajeet/Sulata Chowdhury/Jiben Basu/Chhabi Biswas
Director : Sudhir Mukherjee
Cover by : Anupam Roy And Chorus
Recreated by : Mayukh and Mainak