মাঝে মাঝে তব দেখা পাই – রবীন্দ্রসঙ্গীত
মানুষের হৃদয় যখন ভরে ওঠে মোহ-মায়ার অন্ধকারে, তখন ঈশ্বরের সঙ্গে তৈরী হয় দূরত্ব। ঈশ্বরকে হৃদয়ের মাঝে সর্বদা খুঁজে পাওয়ার আকুল ইচ্ছে ফুটে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত
"মাঝে মাঝে তব দেখা পাই" গানে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংগ্রহশালার নাম হলো "গীতবিতান"। এই সংগ্রহের একটি বিশিষ্ট বিষয়শ্রেণী হলো "পূজা ও প্রার্থনা পর্যায়"; এই বিভাগের গানগুলিতে কবি কখনো তুলে ধরেছেন আধ্যাত্মিকতা ও আরাধনার ইচ্ছে, কখনো বা ঈশ্বরের প্রতি গভীর প্রেম। এই রচনাগুলির কথায় ফুটে উঠেছে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়ার মাধ্যমে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন ও নিজের মধ্যেই শান্তি ও আনন্দের অনুভূতি খুঁজে নেওয়ার ইচ্ছে ও প্রচেষ্টা। তেমনই একটি গান হলো
"মাঝে মাঝে তবে দেখা পাই"।
মাঝে মাঝে তব দেখা পাই গানের লিরিক্সঃ
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে,
ওহে হারাই হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়,
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া,
হৃদয় না জুড়াতে হারাইয়া,
ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
কী করিলে বলো পাইবো তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে,
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ
তোমারে হৃদয়ে রাখিতে,
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ,
ওহে তুমি যদি বলো এখনি করিবো
তুমি যদি বলো এখনি করিবো
বিষয়-বাসনা বিসর্জন দিব,
শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয়
বাসনা বিসর্জন।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
কেন মেঘ আসে হৃদয় আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না,
মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না,
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না,
মাঝে মাঝে তব।।
Majhe Majhe Tobo Dekha Pai Song Lyrics
Song Credit:
Song : Majhe Majhe Tobo Dekha Pai
Lyricist : Rabindranath Tagore
Composition - Rabindranath Tagore