রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার গানের লিরিক্স

 রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার বাংলা লিরিক্স
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর – রবীন চট্টোপাধ্যায়
শিল্পী- তালাত মাহমুদ

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার বাংলা লিরিক্স |  কথা- গৌরীপ্রসন্ন মজুমদার সুর – রবীন চট্টোপাধ্যায় শিল্পী- তালাত মাহমুদ

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার বাংলা লিরিক্সঃ



রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে
ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে

তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে
এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে

রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে এবার
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার

Ruper Oi Prodip Jele Ki Hobe Tomar Song Lyrics


Song Credits:
Song: Ruper Oi Pradip Jwele
Artist: Talat Mahmood
Music Director: Kanu Ghosh
Lyricist: Shyamal Gupta
Album Title: Sera Shilpi Sera Gaan Volume 6
 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url